Daily

ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের দুই স্তম্ভই, রেকর্ড ব্রেক সেনসেক্সে। এবার আগের সমস্ত রেকর্ড ভেঙে ৫৫ হাজারের গন্ডি পার করলো সেনসেক্স। প্রসঙ্গত এই প্রথম ৫৫ হাজার পেরোলো সেনসেক্স।
দালাল স্ট্রিটে রেকর্ড ব্রেক করলো সেনসেক্স। পাশাপাশি ঊর্ধ্বমুখী নিফটিও। আজ দিনের শুরুতেই প্রায় ৫৫ হাজার ছোঁয় সেনসেক্স। বর্তমানে ৫০০-র বেশি পয়েন্ট বেড়ে গিয়ে হয়েছে ৫৫,৩৫০-এর আশেপাশে। পাল্লা দিয়ে নিফটিও বেড়ে দাঁড়িয়েছে ১৬,৫০০-এর আশেপাশে।
সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার বেড়েছে টিসিএস এর, শেয়ার বেড়েছে ৩.১৫%। পাশাপাশি ভারতী এয়ারটেল, লারসেন, বাজাজ অটোর মতো কোম্পানিগুলির বৃদ্ধিও বেশ লক্ষণীয়। তবে টাটা স্টিল, পাওয়ার গ্রিড, এনটিপিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের দামে পতন হয়েছে।
শেয়ারবাজারে এই ঊর্ধ্বগতি এখনই ব্যাহত হচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারেও এই মুহূর্তে পরিস্থিতি বেশ সহায়ক। নিফটির এই রেকর্ড ব্রেক করার পিছনে রয়েছে খুচরো লগ্নিকারীরা, বলছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে শেয়ার বাজার চাঙ্গা হওয়ার পিছনে যে বেসরকারি ব্যাঙ্ক এবং প্রথম সারির আইটি কোম্পানিগুলির হাত রয়েছে, সেটাই মনে করছেন তাঁরা।
ব্যুরো রিপোর্ট