Trending

গ্রিন এনার্জি বা সবুজ শক্তির ভবিষ্যতকে আরও সুরক্ষিত করার জন্য এবং ভারতকে আত্মনির্ভর করতে এবার বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর। এবার ন্যাশনাল হাইড্রোজেন মিশন ইন্ডিয়া-তে ট্রেন-গাড়ি চলবে জলে। ৭৫ তম স্বাধীনতা দিবসে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী জানান এই মিশনে পেট্রোল-ডিজেলের চাহিদা অনেকটাই কমবে৷ তাছাড়া অপরিশোধিত তেলের উপরে নির্ভরশীলতা কমলেই ক্রমশই আত্মনির্ভর হবে দেশ, কমবে বায়ুদূষণ । হাইড্রোজেনকে কমপ্রেস ন্যাচরাল গ্যাস মিশিয়ে ব্যবহার করা যাবে।
এই প্রকল্পে ট্রেন থেকে গাড়ি সবই চলবে জলে ৷ প্রযুক্তির সাহায্যে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করে জলকে ইলেকট্রোলিসিস করে সেখান থেকে হাইড্রোজেন সংগ্রহ করে তার সাহায্য নিয়ে গাড়ি চলবে৷ দ্বিতীয় প্রযুক্তিতে ন্যাচরাল বা প্রাকৃতিক গ্যাসকে হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইডে ভেঙে হাইড্রোজেনকে জ্বালানির বিকল্প রূপে ব্যবহার করতে হবে৷ সেই আলাদা হয়ে যাওয়া কার্বন ডাই অক্সাইড দিয়ে স্পেস, এয়ারোস্পেস, অটো, জলচালিত জাহাজ ও ইলেকট্রিকের বিভিন্ন উপকরণ প্রস্তুত করা যাবে৷ ভারতীয় রেল ইতিমধ্যেই হাইড্রোজেন মিশনে হাইড্রোজেন জ্বালানির সেলের কাজ শুরু করে দিয়েছে৷ এই প্রযুক্তি উত্তর রেলওয়ে সোনিপত-জিন্দ বিভাগে ডেমো ট্রেনে কার্যকরও করা হয়েছে৷
ব্যুরো রিপোর্ট