Trending

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি। ভারতের শিয়রে সংকট। গুরুতর দুর্যোগের মুখোমুখি হতে পারে ভারতবাসী। সংক্রমণের শীর্ষে উঠবে করোনার তৃতীয় ঢেউ। আর-নট ভ্যালু বিশ্লেষণ করে এমনই আশঙ্কার কথা শোনালো মাদ্রাজ আইআইটির গবেষকরা।
সাধারনত আর-নট ভ্যালু বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় একজন ব্যক্তি কতজনের মধ্যে করোনা সংক্রমন ঘটাতে সক্ষম। আর সেই ভ্যালু ১-এর নীচে নেমে যাওয়ার অর্থ হলো অতি কালোছায়া কেটে গিয়েছে। আর এই আর-নট ভ্যালু নির্ভর করে সংক্রমণের সম্ভাবনা, কতটা ছড়াচ্ছে সেই হার এবং কতটা সময়ের ব্যবধানে এই সংক্রমণ ঘটছে, এই বিষয়গুলির উপর। আমাদের দেশের সাম্প্রতিকতম আর-নট ভ্যালু কি তথ্য দিচ্ছে জানেন কি?
রিপোর্ট বলছে, গত ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতের ক্যালকুলেটিভ আর-নট ভ্যালু ছিল ২.৯। ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আর-নট ভ্যালু বেড়ে হয়েছে ৪। কাজেই সংক্রমন যে র্যাপিড গতিতে ছড়াচ্ছে, সেটা এই আর-নট ভ্যালু থেকে স্পষ্ট।
মাদ্রাজ আইআইটির বিশ্লেষণমূলক গবেষণা বলছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে দেশে। আর বাকি দুই ইনিংসের তুলনায়, এবারের ইনিংস যে বেশ টাফ, সেই ইঙ্গিত অন্তত বেশ স্পষ্ট।
ব্যুরো রিপোর্ট