Trending

লক্ষ্য ২০২৫। হাতে সময়, মাত্র তিন বছর। আর এই তিন বছরের মধ্যেই চালু হতে পারে তাজপুর সমুদ্র বন্দর। অবশেষে দীর্ঘদিনের কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের সমাপ্তি টেনে তৈরি হতে চলেছে তাজপুর বন্দর। গত মঙ্গলবার মার্চেন্টস চেম্বারের সভায় তাজপুর বন্দরের প্রস্তাবে সম্পর্কিত পর্দা উন্মোচন করলেন রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিংহ। একইসঙ্গে এই তাজপুর বন্দর তৈরির বরাত, কোন সংস্থা পাবে, সে নিয়েও খুব শিগগির ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
সব ঠিক থাকলে ২০২৫ এর মধ্যে তাজপুর বন্দর চালু হয়ে গেল, উপকৃত হবেন অনেকেই। ধামড়া, হলদিয়ার পর পণ্য পরিবহনের বন্দর হিসেবে স্বীকৃতি পাবে এই তাজপুর বন্দর। তবে, এক্ষেত্রে কেন্দ্রের কোনরকম সহযোগিতা ছাড়াই রাজ্য এই বন্দর তৈরির উদ্যোগ নিয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে,এই বন্দর তৈরির জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে টেন্ডার চাওয়া হয়েছিল তা জমার শেষ দিন ৩১ জানুয়ারি। টেন্ডার সংগ্রহের পর সঠিক ভাবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মাস তিনেকের ব্যবধানে যোগ্য সংস্থার হাতে বন্দর নির্মাণের গুরুদায়িত্ব তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সবশেষে, তিন বছরের মধ্যেই এক্কেবারে পুরোদমে চালু হবে বহু প্রতীক্ষিত তাজপুর বন্দর।
ব্যুরো রিপোর্ট