Daily

দামে কম, মানে ভালো কৃত্রিম তন্তুর এখন বাজার জোরা রমরমা। বুঝতে অসুবিধে হচ্ছে কি এই কৃত্রিম তন্তু? অনলাইন মার্কেটিং এর ভাষায় যার পোশাকি নাম পলিএস্টার। হ্যাঁ ঠিকই ধরেছেন, অনলাইনে কেনাকাটা করার সময় নজর পলিএস্টারে গেলে দ্বিতীয়বার ভাবতে হয়না আমাদের।
স্পোর্টসওয়্যার থেকে শুরু করে আউটারওয়্যার প্রায় সবক্ষেত্রেই তালিকার শীর্ষে থাকে এই কৃত্রিম তন্তুর স্থান। কারণ এই কৃত্রিম তন্তু সহজেই কুল প্লাস টেকনোলজির মাধ্যমে শুষে নিতে পারে শরীরের ঘাম, আরামদায়কও বটে। বিশ্ব বাজারে তাই কৃত্রিম তন্তুর চাহিদা বেড়েছে প্রায় ৭০%। যদিও ভারতে এখনও জাঁকিয়ে বসতে পারেনি এই কৃত্রিম তন্তুর বাণিজ্য। ভারতের বাজারে আজও চাহিদা রয়েছে তুলো থেকে তৈরি সুতোর। তাছাড়াও ভারতের বাজারে তুলা থেকে তৈরি সুতোর ক্ষেত্রে বিক্রি পর্যায়ে মূল্য সংযোজন কর ৪ শতাংশ যেখানে পলিয়েস্টার বা কৃত্রিম তন্তুর সুতার ক্ষেত্রে এই হার ৬ শতাংশ।
সময় বদলেছে, বদলেছে চাহিদাও। বিশেষজ্ঞরা চালিয়ে যাচ্ছে গবেষণা। আগামীদিনে এই কৃত্রিম তন্তু ব্যাবসায় আসতে চলেছে বৈচিত্র্য। একইসঙ্গে কৃত্রিম তন্তুর সুতা ও কাপড়ে বিনিয়োগ বাড়াতে সরকারি নীতি-সহায়তা লাগবে। তবেই ভারতের বাজারেও ছেয়ে যাবে এই অত্যাধুনিক এবং আরামদায়ক কৃত্রিম তন্তুর পোশাক।
ব্যুরো রিপোর্ট