Daily

অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুরঃ যদি কাউকে ” টুম্পা সোনা ” কিংবা ” সোনার বাংলা ” মিষ্টি বা সন্দেশ তুলে দেন , তাহলে এই রাজনৈতিক সরগরমের বাংলায় তা কেমন হবে! হ্যা এমনই অভিনব উদ্যোগ গ্রহন করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের প্রসিদ্ধ এক মিষ্টান্ন ভান্ডার । মিষ্টিতে মজাদার রাজনৈতিক স্লোগান পেয়ে বেজায় খুশী মিষ্টি প্রেমী রায়গঞ্জের বাসিন্দারা।
বাঙালীর বারোমাসে তেরো পার্বণেই নতুন নতুন মিষ্টির সম্ভার তৈরি করেন রায়গঞ্জের এই প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার । দুর্গাপূজার মহাঅষ্টমী কিংবা বিজয়া দশমীর শুভেচ্ছা হোক বা দীপাবলী কিংবা ভাতৃদ্বিতীয়া বা রাখী বন্ধন উৎসব হোক সব উৎসবেই মিষ্টিতে অভিনবত্বের ছোঁয়া থাকে তাহলে ভোটই বা বাদ যায় কেন ? বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করেছেন তারা। এবার বাংলার ভোটে সরগরম হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের আকর্ষণীয় বিভিন্ন স্লোগানে, তাই মিষ্টিতেও স্লোগানের রাজনৈতিক ছোঁয়া। এখানে পাওয়া যাচ্ছে ” খেলা হবে “, টুম্পা সোনা ” এমনকি ” সোনার বাংলা ” স্লোগান দেওয়া সুস্বাদু নানান ধরনের মিষ্টি।ভোটের আবহে মানুষের কাছে ভিন্নস্বাদ পাইয়ে দিতে এই উদ্যোগে ব্যাপক সাড়া পাচ্ছেন এই মিষ্টি বিক্রেতা