Market

শেষ ভালো যার, সব ভালো তার। অক্ষরে অক্ষরে মিলে গেলো এই কথা। মঙ্গলবার বাজার খুলতেই শুরু হয় দোটানা। ওমিক্রণের প্রভাবে বাজার কি আদৌ চাঙ্গা হবে? নাকি ফের দুমড়েমুচড়ে পড়বে সূচক? আতঙ্ক যখন দানা বাঁধছিল বিনিয়োগকারীদের মধ্যে, ঠিক তখনই সুখবর দিল দালাল স্ট্রিট। মঙ্গলবার দিনের শেষে বাজার বন্ধের সময় ঘুরে দাঁড়ালো সূচক।
এদিন দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৬০০ পয়েন্ট রিগেন করেছে। ফলে ব্যাঙ্ক এবং ধাতব স্টক-এর বিনিয়োগকারীরা ঝুলিতে তুলেছেন সাড়ে তিন লক্ষ কোটি টাকার মুনাফা। শেষ বেলায় বাজারের এই ঘুরে দাঁড়ানোর খবর নতুন করে আশার আলো দেখিয়েছে বিনিয়োগকারীদের মনে। দেখা গিয়েছে, সর্বসাকুল্যে মোট ৩০টি শেয়ার বাজারকে চাঙ্গা করার পিছনে কাজ করেছে। যার ফলে বাজার লাভ করেছে ৮৮৬.৫১ পয়েন্ট।
বম্বে স্টক এক্সচেঞ্জের চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও ঘুরে দাঁড়িয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই-তে নিফটি ২৬৪.৪৫ পয়েন্টের বৃদ্ধির মুখ দেখে এদিন বেলাশেষে। বাজার বন্ধ হওয়ার সময় নিফটির স্কোর ছিল ১৭,১৭৬.৭০ পয়েন্ট।
ব্যুরো রিপোর্ট