Daily

ফের পতনের মুখে দালাল স্ট্রিট। গত বৃহস্পতিবার বাজার বন্ধ হবার সময় সেনসেক্স ছিল ৫৮,৪৬১.২৯ পয়েন্টে। তবে শুক্রবার বাজার বন্ধের সময় হুড়মুড়িয়ে পরে দালাল স্ট্রিটের মূল দুটি স্তম্ভ।
একবারে ৭০০ পয়েন্ট পতন দেখে সেনসেক্স। একইসাথে এক ধাক্কায় ১৮০ পয়েন্ট পড়েছে নিফটিও। এই মুহূর্তে বাজারে সেনসেক্সের সূচক দাঁড়িয়ে আছে ৫৭,৭৬১.৩৮ পয়েন্টে। অন্যদিকে, নিফটি দাঁড়িয়ে রয়েছে ১৭,২১৮.৫০ পয়েন্টে। নিফটি রিয়েলিটি এবং নিফটি মিডিয়া ছাড়া দাম পড়েছে নিফটি ফার্মা, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি মেটাল সবারই।
এদিন বাজারে সবচেয়ে বেশি দরপতন দেখেছে পাওয়ার গ্রিড। এছাড়াও টাইটান, বাজাজ অটো, বাজান ফাইনান্স, হিন্দুস্থান লিভার, এনটিপিসি,ভারতী এয়ারটেল, রিলায়েন্স ইত্যাদির দরপতন হয়েছে। দাম বেড়েছে লারসেন অ্যান্ড টুব্রো, ইন্দাসইন্দ ব্যাঙ্ক, টিসিএস ইত্যাদির।
ব্যুরো রিপোর্ট