Daily

যে কোন গৃহস্থ পরিবার পরিচারিকা ছাড়া চলা প্রায় অসম্ভব । আর যে ঘরে স্বামী স্ত্রী দুজনকেই বাইরে যেতে হয় সে ঘরে তো এই পরিচারিকাদের উপরি সমস্ত ছাড়া থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে এই গৃহ পরিচারিকারা আধুনিক কর্ম পদ্ধতি না জানায় মুশকিলে পড়েন । অনেক ক্ষেত্রে তাদের নানা কটূক্তিরও সম্মুখীন হতে হয়। তাই এবার তাদের জন্য চিন্তা ভাবনা শুরু করল খোদ রাজ্য সরকারের শ্রম দফতর।
সম্প্রতি কামালগাজির জয় হিন্দ অডিটোরিয়ামে গৃহ পরিচারিকাদের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি ও শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। পরিচারিকাদের জন্য এই উদ্যোগ একেবারে নতুন চিন্তা ভাবনা বলে জানালেন মন্ত্রী বেচারাম মান্না। শ্রম দপ্তরের তরফ থেকে কলকাতা ও আশেপাশের বিভিন্ন শহরে এই প্রশিক্ষণ শিবির করা হবে। শ্রমমন্ত্রী আরো জানান উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার বিভিন্ন শহরে পর্যায় ক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। অপরদিকে অধ্যক্ষ বিমান ব্যানার্জি জানান, পরিচারিকাদের ঠিকমতো মর্যাদা ও শ্রমের মূল্য দেওয়া হয় না। তাই রাজ্য সরকারের তরফ থেকে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই প্রশিক্ষণের ফলে পরিচারিকাদের মধ্যে আত্মবিশ্বাস আসবে এবং কর্মক্ষেত্রেও তাদের সমালোচনার সম্মুখীন হতে হবেনা বলে আশাবাদী সকলেই।
দীপান্বিতা দাস, দক্ষিণ 24 পরগনা