Daily

একে করোনা রক্ষে নেই, দোসর সুগ্রীবের মতো যোগদান করেছে এই অজানা জ্বর। পরিস্থিতি সাংঘাতিক থেকে সাংঘাতিতর হয়ে উঠছে দিনকে দিন। হাসপাতালে ভর্তি শয়ে শয়ে শিশু।
নদীয়া জেলার রানাঘাট হাসপাতালের ছবিটাও এরকমই। অজানা জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা, হাসপাতালে থাকা বেডের সংখ্যার থেকে বেশি হয়ে দাঁড়িয়েছে। জ্বর এবং শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে রানাঘাট হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ জনেরও বেশি শিশু। বেশিরভাগ শিশুর বয়স ১৫ দিন থেকে ১.৫ বছরের মধ্যেই।
অন্যদিকে হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় একই বেডে কখনও ৪ জন শিশুকেও রাখা হচ্ছে। জায়গা না পেয়ে কোনো শিশুকে জায়গা করে দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝেতে। ফলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে হাসপাতাল এলাকায়। অভিভাবকদের দাবি, একে করোনা আবহে আসন্ন তৃতীয় ঢেউ এবং এর ফলে হাসপাতাল চত্বরে যে ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে তাতে শিশুদের মধ্যে করোনা সংক্রমণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
যদিও চিকিৎসকরা শিশুদের চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তাদের সুরক্ষার কথা ভেবেই সব রকম পরীক্ষা নিরীক্ষা করেই চিকিৎসা করছেন চিকিৎসকরা। এমনটাই দাবি করেছেন হাসপাতাল সুপার। খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদীও রয়েছেন তিনি।
ব্যুরো রিপোর্ট