Market

দালাল স্ট্রীটে আরও এক ব্ল্যাক ফ্রাইডে। শুক্রবার বাজার খুলতেই পতন ঘটল সেনসেক্স। একইসাথে মুখ থুবড়ে পড়ল নিফটিও। ভালো রকম নাড়াচাড়া দিয়েছে এশিয়ার শেয়ার বাজার। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। যেকারনে দালাল স্ট্রিটের দুটি স্তম্ভ মুখ থুবড়ে পড়েছে পাল্লা দিয়ে।
শুক্রবার বাজার খুলতেই ৭০৩ পয়েন্ট পতন দেখলো সেনসেক্স। একইসাথে এনএসই বেঞ্চমার্ক নিফটিও পড়ল ২০০ পয়েন্ট। বিশেষজ্ঞদের মতে, গত ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত, বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে মোট ২৪,৬১৭ কোটি টাকা তুলে নেওয়ার জন্যই এতটা পতন ঘটছে সূচকে। এদিন ৭০৩ পয়েন্ট পড়ে সেনসেক্স পৌঁছয় ৫৭,১২২ পয়েন্টে। অন্যদিকে তাকালে দেখা যাবে নিফটি দাঁড়িয়ে আছে ১৭,০৩৭.৫৫ পয়েন্টে।
শুক্রবার প্রায় ৫০টি শেয়ার হুড়মুড়িয়ে পড়ে দালাল স্ট্রীটে। এদিন টাটা মোটরস সহ, ইন্ডাসগুই ব্যাঙ্ক, টাইটান, বাজাজ ফিনসার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার পড়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শেয়ারগুলি ভালো ব্যবসা করেছে। শেয়ারের বিপুল পতনের জন্য বিরাট ক্ষতির মুখে দাঁড়িয়ে বিনিয়োগকারীরা।
ব্যুরো রিপোর্ট