Prime
Daily
আবার ধস নামলো সেনসেক্সে
By Business Prime News | June 26, 2021
Daily
করোনা পরিস্থিতিতে ধুঁকছিলো অর্থনীতি। তবু সেই অন্ধকারেই আলোর সন্ধান দেখিয়ে ৫২ হাজারের গন্ডি পর করেছিল শেয়ারবাজার। তবে ফের বাধ সাধলো দালাল স্ট্রিটের ধাক্কা।
নেমেছে সেনসেক্সের সূচক। পাল্লা ফিয়ে কমেছে নিফটিও। সেনসেক্সের সূচক নেমেছে ২৮২ পয়েন্টে। রিপোর্ট বলছে, বিএসই সেনসেক্স প্রায় -০.৫৪% কমে দাঁড়িয়েছে ৫২,৩০৬.০৮ -এ। ননফিকে, এনএসই নিফটি -৮৫.৮০ পয়েন্ট কমে হয়েছে ১৫,৬৮৬.৯৫। চিন্তিত বিশেষজ্ঞ মহল
তবে এখনইহাল ছাড়ছেন না তারা। বিগত কয়েকদিনে শেয়ারবাজারের বৃদ্ধিতে এখনো আসার আলো দেখছেন তারা। বিনিয়োগকারীরা বিশ্বাস রাখছেন পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর উপর।
ব্যুরো রিপোর্ট