Daily

দীর্ঘ দেড় বছর ধরে স্মার্ট ডিভাইসবন্দী পড়াশুনোর জীবন থেকে রেহাই মিললেও, পড়ুয়াদের সেই স্বস্তি আসলে সাময়িক। কারণ, এবারেও অনলাইন পরীক্ষাতেই সায় দিল রাজ্য শিক্ষা দপ্তর তথা বিকাশ ভবন। বিকাশ ভবন তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অন্তত এই কথাই জানানো হয়েছে। রাজ্যের সব কলেজ, বিশ্ব বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চলতি সেমিস্টার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অড সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই নিতে হবে। গত ১৬ নম্বর থেকে পড়ুয়ারা ফের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী হওয়া শুরু করলেও, যেহেতু এই সেমিস্টারের বেশিরভাগ ক্লাস অনলাইনেই হয়েছে, তাই পরীক্ষা অনলাইনে নিতেই পক্ষপাতী, রাজ্য শিক্ষা দপ্তর। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় এই বিজ্ঞপ্তি জারি হরার অনেক আগেই জানিয়েছিল যে তারা অনলাইনেই পরীক্ষা নিতে চলেছে। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই অফলাইনে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তাই চলতি পরীক্ষাগুলো অফলাইনেই এগিয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছে তারা।
এদিকে ফাইনাল বর্ষের বিজ্ঞানের পড়ুয়াদের প্রাকটিক্যাল ক্লাস যেভাবে অনলাইনে চলছে সেভাবেই চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে, প্রথম বর্ষের স্নাতক আর স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের জন্য এখনই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দরজা খুলছে না। জমায়েত এড়াতে তাদের পঠন-পাঠন অনলাইনেই করতে পক্ষপাতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্যুরো রিপোর্ট