Prime
Daily
বাণিজ্যের পরিধি বাড়াতে হবে ভারতের, পাখির চোখ রপ্তানিতে
By sanchitabpn21 | August 7, 2021
Daily
বাণিজ্যের পরিধি বাড়াতে হবে ভারতের, পাখির চোখ রপ্তানিতে। আন্তর্জাতিক বাজারে আত্মনির্ভর ভারতের বাণিজ্যের পরিধি বাড়াতে হবে। তাই বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাড়াতে হবে রপ্তানির পরিসর।
করোনা পরিস্থিতিতে ভারতের অর্থনীতি একেবারে ব্যাকফুটে। তাকে ট্র্যাকে ফেরাতে রীতিমতো তৎপর প্রধানমন্ত্রী স্বয়ং। তাই রপ্তানিতেই জোর প্রধানমন্ত্রীর। ভারতের জিডিপির ২০% আসে রপ্তানি ব্যবসা থেকে। এবার লক্ষ্য, গোটা বিশ্বে আত্মনির্ভর ভারতের বাণিজ্যের জাল বিস্তার।
গত জুলাই মাসে ভারত ৩৩.২ বিলিয়ন ডলার পরিমাণের পণ্য রপ্তানি করেছে ভারত, যা ভারতের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট প্রয়োজনীয় ছিল। তবে দেশের বাজারে ফের বাড়ছে পণ্যের চাহিদা। আন্তর্জাতিক বাজারেও ভারতের পণ্যের চাহিদা বেড়েছে লক্ষণীয় ভাবে।
ব্যুরো রিপোর্ট