Daily

পুজোর পরই খুলতে পারে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নবান্নে গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ের পর রাজ্যের স্কুল-কলেজ খোলা নিয়ে আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তৃতীয় ঢেউয়ের মোকাবিলা কিভাবে করা যায় এ দিনের বৈঠকে সেই নিয়েই আলোচনা হয়। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, পুজোর পরই স্কুল খোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের।
কোভিড পরিস্থিতি যদি ঠিক থাকে, তবে পুজোর ছুটির পরই একদিন অন্তর স্কুলগুলি খোলা হতে পারে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও কলেজ খোলা নিয়ে আলাদা করে তিনি আর কিছুই বললেনি। তবে স্কুল খোলা হতে পারে, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। কিন্তু কোন ক্লাস থেকে কোন ক্লাসের পড়ুয়াদের স্কুলে ডাকা হবে সেই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যের শিক্ষা এবং পড়ুয়া মহলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলা চলে। তবে শিক্ষক সংগঠনের দাবি, পুজোর পর খুলতে হলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এখন পরিস্থিতি যেমন রয়েছে, তাতে এখনই একদিন অন্তর স্কুল চালু করে দেওয়া সম্ভব। তৃতীয় ঢেউয়ের সঙ্গে কোন পথে মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে পরিকল্পনা নির্ধারিত করতেই এ দিন নবান্নে অভিজিৎবাবু বসেছিলেন মমতার সঙ্গে।
বৈঠক শেষে অভিজিৎবাবু জানান এই মুহূর্তে যত বেশি পরিমাণে টিকাকরণ করা যায়, তত বেশি মানুষ সুরক্ষিত হবেন। দুর্গা পুজোর পরে যাতে পরিস্থিতির কোনওভাবে অবনতি না হয়, সেই উপলক্ষে পুজোর জন্য একটি পৃথক প্রোটোকলও তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ।
ব্যুরো রিপোর্ট