Prime
Daily
দিল্লিতে আংশিক ভাবে খুলছে স্কুল
By sanchitabpn21 | August 9, 2021
Daily
অতিমারির ঝড়ঝাপটা সামলে সোমবার থেকে আংশিক ভাবে খুলছে দিল্লির স্কুল। রবিবারই এ কথা ঘোষণা করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তবে স্কুল আপাতত খোলা থাকবে শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর জন্যই। অন্যান্য ক্লাসের পড়ুয়াদের জন্য আপাতত স্কুল বন্ধই রাখা হয়েছে। জানা গিয়েছে ভর্তি প্রক্রিয়া, কাউন্সিলিং, পড়াশোনা বিষয়ক পরামর্শ, প্রাকটিক্যাল কাজ, বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্যই স্কুলে যেতে পারবে পড়ুয়ারা।
ব্যুরো রিপোর্ট