Daily

ক্রিপ্টো ক্রেজে মাতোয়ারা বিশ্ব, নতুন এটিএম বসতে চলেছে বেশ কয়েকটি দেশে। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক ইতিমধ্যেই ক্রিপ্টো এটিএম পরিষেবা পাচ্ছেন। এদের মধ্যে এগিয়ে রয়েছে মার্কিন মুলুক। প্রায় ১১০০টি ক্রিপ্টো এটিএম রয়েছে ওয়াশিংটনে। তবে, পরিষেবার নিরিখে পিছিয়ে থাকলেও জনপ্রিয়তার ব্যাপারে বেশ খানিকটা এগিয়ে ব্রিটেন আর কানাডাও।
এবার প্রায় ২০০ টির কাছাকাছি ক্রিপ্টোকারেন্সির এটিএম বসবে আমেরিকার সালভাদরেতে। আর এই বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছেন প্রেসিডেন্ট নাইব বুকেলে। বিটকয়েন জমা করার পর সেটিকে মার্কিন ডলারে রূপান্তরিত করে অনায়াসেই নাগরিকরা ক্যাশ টাকা হিসাবে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি নিজস্ব টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি গোটা দেশের জন্য সরকারের তরফ থেকে একটি সাধারণ ক্রিপ্টো ওয়ালেট তৈরি করা হবে। স্থানীয় ভাষায় যার নাম দেওয়া হয়েছে চিভো।
তবে কেন তিনি ক্রিপ্টো এটিএম বসাতে এতটা উদ্যোগী? লাভ কিছু আছে কি? আলবাৎ আছে! সূত্রের খবর, এর ফলে ওই দেশের বার্ষিক ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হতে চলেছে। যার পুরোটাই আসে বৈদেশিক কারেন্সিতে। আগামী মাসের ৭ই সেপ্টেম্বর থেকে এই বিশেষ পরিষেবা পেতে চলেছেন সালভাদরের নাগরিকরা।
ব্যুরো রিপোর্ট