Daily

নতুন বছরে একাধিক বড়সড় রদবদল হতে চলেছে। যার প্রভাব পড়তে চলেছে আমজনতার জীবনে৷ নতুন বছর থেকে বদলাতে চলেছে নিয়ম। এর মধ্যে সামিল ব্যাঙ্কিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এলপিজি সিলিন্ডারের দাম৷
জানুয়ারি থেকে অনলাইন কার্ড পেমেন্টের নিয়ম বদলাতে চলেছে৷ আরবিআই অনলাইন পেমেন্টকে আরও সুরক্ষিত করার জন্য সমস্ত ওয়েবসাইট ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রাহকদের ডেটা ও লেনদেন প্রক্রিয়ার জন্য এনক্রিপটেড টোকেন ব্যবহার করা হয়েছে ৷ অন্যদিকে, RBI এর নয়া নিয়ম অনুযায়ী, এবার নির্দিষ্ট লিমিটের বেশি এটিএম ট্রানজাকশন করতে গেলে, দিতে হবে বেশি চার্জ ৷ ১ জানুয়ারি থেকে সমস্ত ব্যাঙ্ক এটিএম চার্জ ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ একইভাবে, PPB অ্যাকাউন্ট হোল্ডাররা নির্ধারিত ফ্রি লিমিটের পর টাকা লেনদেন করলে বাড়তি চার্জ দিতে হবে ৷
শুধু তাইই নয়, গুগলও একাধিক নিয়মের বদল করতে চলেছে। যার প্রভাব পড়তে চলেছে সাধারণের জীবনে ৷ নয়া নিয়ম গুগল অ্যাড, ইউটিউব, গুগল প্লে স্টোর ও অন্যান্য পরিষেবার উপরে লাগু করা হবে ৷ এখন দেখার বিষয় এবার ১ জানুয়ারি গ্যাসের দাম বৃদ্ধি করা হবে না কমানো হবে ? সেদিকেই পাখির চোখ হয়ে রয়েছে আমজনতার।
ব্যুরো রিপোর্ট,
বিজনেস প্রাইম নিউজ