Trending

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে দুনিয়া। প্রযুক্তির দৌড়ে পিছিয়ে নেই ভারত তথা পশ্চিমবঙ্গও। এবার আকাশপথে ক্রেতার কাছে ওষুধ বা প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবে ড্রোন। অদূর ভবিষ্যতে এই ব্যবস্থা বাণিজ্যিক ভাবে চালুর সম্ভাবনা তৈরি হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।
গত বছরই প্রাকৃতিক দুর্যোগ কবলিত জায়গায় পণ্য পরিবহণের জন্য ড্রোনের মাধ্যমে পরিষেবার রাস্তা খুলে দিতে ড্রোন নীতি এনেছিল কেন্দ্র। ইতিমধ্যেই স্কাই এয়ার মোবিলিটি, দেশের আটটি শহরে ফ্লিপকার্ট, সুইগি, ব্লু ডার্টের সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহের কাজ শুরু করেছে পরীক্ষামূলক ভাবে। এমনই এক পরীক্ষামূলক প্রক্রিয়ায় মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনীতে ফ্লিপকার্ট হেলথ প্লাসের ওষুধ পৌঁছে দেয় স্কাই এয়ার মোবিলিটি।
শ্রীকান্ত সারদার ,স্কাই এয়ার মোবিলিটির অন্যতম প্রতিষ্ঠাতা জানিয়েছেন , তিন বছরে দেশের ড্রোন পরিষেবার বাজার ৫০০ কোটি ডলারে পৌঁছতে পারে নানা ক্ষেত্র মিলিয়ে। তাঁদের দাবি, বারুইপুর থেকে মাতঙ্গিনী পর্যন্ত ড্রোনটি এক ঘণ্টায় পাড়ি দিয়েছে ১০৪ কিলোমিটার পথ । সড়ক পথে যার দূরত্ব ১৮৫ কিলোমিটার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, ড্রোনে পাঠানো ওষুধ বা পণ্যের গুণগত মান বজায় রাখতে । তারা পরিকল্পনা করছে যাতে এই মাসের শেষের দিকেই বাণিজ্যিক ভাবে এই পরিষেবা চালু করা যায়।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ