Daily

দাম বাড়লো পার্লে বিস্কুটের। মূল্যবৃদ্ধির ছায়া এবার পার্লে কোম্পানিও। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চাপ বাড়ছে। ফলে দাম বাড়ছে পার্লে বিস্কুটের। ভোজ্য তেলের গত বছরের তুলনায় ৫০-৬০% বৃদ্ধি পেয়েছে। ইনপুট সামগ্রীর দাম বৃদ্ধিতে বিস্কুটের দাম ৫-১০% বাড়াচ্ছে সংস্থা।
বহুদিন পর এবার দাম বাড়ছে পার্লে জি বিস্কুটেরও। ৬-৭% বাড়তে চলেছে এই গ্লুকোজ বিস্কুটের দাম। চিনি, গম ও ভোজ্য তেলের মতো কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ছে পার্লে বিস্কুটের। একইসঙ্গে কোম্পানির রাস্ক ও কেক সেগমেন্টে যথাক্রমে ৫-১০% ও ৭-৮% বেড়েছে।
২০ টাকা বা তার বেশি দামের বিস্কুট ও অন্যান্য উত্পাদনের দাম বাড়িয়েছে কোম্পানি। আকর্ষমীয় স্তরে দাম বজায় রাখার জন্য প্যাকেটের ওজন কম করা হয়েছে বলে জানিয়েছেন, কোম্পানির প্রোডাক্টস সিনিয়র ক্যাটেগরি প্রধান ময়াঙ্ক শাহ।
ব্যুরো রিপোর্ট