Prime
Daily
দেশে ফের বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম
By sanchitabpn21 | August 3, 2021
Daily
আবারও বাড়লো গ্যাসের দাম। রান্নার গ্যাস নয়, দাম বাড়লো কমার্শিয়াল গ্যাসের। গ্যাসের দাম বাড়লো ৭৩.৫ টাকা।
সপ্তাহের শুরুতেই গ্যাসের মূল্যবৃদ্ধি যে বড়োসড়ো ঝটকা দিলো, তা বলাই যায়। গ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাসের দাম ১৫০০ টাকা থেকে গিয়ে পৌঁছলো ১৬২৩ টাকায়।
প্রসঙ্গত, গত জুলাইতেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। দাম বেড়েছিল ২৫.৫ টাকা। তবে এই মূল্যবৃদ্ধির বাজারে, সরকারি তেল সংস্থাগুলির গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি আবার চিন্তায় ফেলেছে সাধারণকে।
ব্যুরো রিপোর্ট