Prime
Daily
পুজোর মুখে ফের বাড়লো জ্বালানির দাম
By BPN Desk | September 27, 2021
Daily
পুজোর মুখে ফের বাড়লো জ্বালানির দাম। শহরে পেট্রোলের দাম অপরিবর্তিত থাকলেও সামান্য বাড়লো ডিজেলের দাম। ডিজেলের দাম লিটার প্রতি বাড়লো ২০ পয়সা করে।
দেশের চারটি মেট্রোসিটিতেই এই মূল্যবৃদ্ধি ছাপ ফেলেছে। জ্বালানির দাম সবচেয়ে বেশি বেড়েছে বাণিজ্যনগরী মুম্বাইতে। কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০১.৬২ টাকা। শনিবার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১.৯২ টাকা। তুলনায় স্বস্তায় যাচ্ছে দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম। দিল্লিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮৮.৮২ টাকা দরে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে জ্বালানির।
ব্যুরো রিপোর্ট