Daily

বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্ত। নাগালের বাইরে বেরিয়ে যাওয়া ভোজ্য তেলের মূল্য বহুদিন পর এলো হাতের নাগালে। কোমল, সরষে, সয়াবিন, সানফ্লাওয়ার অয়েল থেকে শুরু করে পাম অয়েলের দামও।
এদিন পাইকারি বাজারে সর্ষের তেলের দাম ১৮০ টাকা থেকে কমে হয় ১৬০ টাকা প্রতি লিটার। সাধারণ মানের সর্ষের তেল পাওয়া যাচ্ছে ১৫০ টাকার আশে-পাশে। একইসঙ্গে কমেছে পাম তেলের দাম, যা নিঃসন্দেহে স্বস্তির খবর। কারণ ভোজ্য তেলের দামবৃদ্ধির পিছনে পাম তেলের বড় ভূমিকা রয়েছে। রান্নায় পাম তেলের প্রচুর ব্যবহার হয়। তবে এদিন এক ধাক্কায় বেশ খানিকটা কমলো পাম তেলের দাম। পাইকারি বাজারে যা বিকোচ্ছে ১৩৫ টাকার বদলে ১১৩ টাকা প্রতি লিটারে।
অন্যদিকে, তেলের উপর শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রায় ৫% এর বেশি আমদানি শুল্ক কমানো হয়েছে তেলের উপর। পাশাপাশি ভোজ্য তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারেও যা স্থায়ী হলে আরও কিছুটা কমবে ভোজ্য তেলের দাম বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যুরো রিপোর্ট