Daily

বিশ্ববাজারে এখনই কমছে না অপরিশোধিত তেলের দাম, জানালো ওপেক। চাহিদা আর উৎপাদনের সামঞ্জস্য বজায় রাখতে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল অপরিশোধিত তেলের দাম। সেই দামে ভারসাম্য আনতে কিছুটা দাম কিছুটা নিম্নমুখী হলেও, এখনও কার্যত ছ্যাঁকা দিচ্ছে তেলের দাম। এইজন্যই পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলোকে অর্থাৎ ওপেককে এবং তার সহযোগী দেশ গুলোকে চাপ দিচ্ছিল আমেরিকা।
তবে বিগত বৈঠকে যা আভাস পাওয়া গিয়েছে তাতে বলা যায় যে নিজের সিদ্ধান্তে অনড় ওপেক। তারা জানিয়েছে, আপাতত ডিসেম্বর পর্যন্ত দিনে চার লক্ষ ব্যারেল করে উত্পাদন বাড়াবে তারা। কাজেই আন্তর্জাতিক বাজারে এখনই তেলের দাম দ্রুত কমার সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞমহলের একাংশ। অতিমারি আবহে অর্থনীতি তলানিতে ঠেকলে তেলের চাহিদাও তলানিতে থেকে। স্বাভাবিকভাবেই ব্যাপক পতন দেখে অপরিশোধিত তেলের দাম। সেই পতন থেকে তোলার জন্য উৎপাদন ছাঁটাইয়ের পথে হাঁটে ওপেক।
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও সরবরাহ বাড়েনি। যার ফলে চাহিদার চাপে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছে যায় ৮৫-৯০ ডলারে। তবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পরে ওপেক সিদ্ধান্ত নেয়, এই বছরের শেষে অতিরিক্ত চার লক্ষ ব্যারেল করে অশোধিত তেল উত্পাদন করবে তারা। কিন্তু তাতে সন্তুষ্ট নয় বাইডেন। তাই উৎপাদন বাড়ানোর কথা বললেও ওপেকের তরফে কোনো সদুত্তর মেলেনি।
ব্যুরো রিপোর্ট