Market
দাম চড়ছে চিকেনের। বেশ কিছু এলাকায় পেরিয়েছে ২০০-র গন্ডি। গত দু’মাসের মধ্যে ৩৫% বৃদ্ধি পেয়েছে চিকেনের দাম। মনে করা হচ্ছে, আগামী ৩ মাস এই মূল্যবৃদ্ধি বজায় থাকবে।
মুরগির খাদ্যশস্য থেকে শুরু করে সয়াবিনের আকাশছোঁয়া দাম এবং মুরগির প্রতিপালন- প্রতিদিনই হয়ে উঠছে যথেষ্ট ব্যয়সাপেক্ষ। জানা গিয়েছে, গত এক বছরে মুরগির খাবারের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। যেখানে গত বছর এক টন খাবারের দাম ছিল ৩৭ হাজার টাকা, সেখানে এই বছর দাম পৌঁছে গিয়েছে ৭৮ হাজার টাকায়। এমনকি ভুট্টাশস্যের দাম বেড়েছে প্রতি কেজিতে ১৪ থেকে ২০ টাকা করে। স্বাভাবিকভাবেই কাঁচামালের দাম বাড়ার কারণে প্রোডাকশন একটু কম হচ্ছে। যার সরাসরি প্রভাব পড়ছে বিক্রিতে।
স্বাভাবিকভাবেই পোল্ট্রি ইন্ড্রাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে হাজার হাজার মানুষের পেট। আজ তারা প্রত্যেকেই রয়েছে যথেষ্ট চিন্তায়। জানা গিয়েছে, পোল্ট্রি শিল্প ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন রেখেছে, সোয়ামিলের ওপর থেকে আমদানি কর মকুবের।
ব্যুরো রিপোর্ট