Market
বি পি এন ডেস্ক : অতিমারিতে যখন একদিকে বিধ্বস্ত হয়েছে বিশ্বের অর্থনীতি, তখন অন্য দিকে বেড়েছে বিলিয়নেয়ারের সংখ্যা। পরিসংখ্যান দিচ্ছে এমনই অবাক করা তথ্য। প্রতি দশ দিনে বিলিয়নেয়ার হচ্ছেন গড়ে এক জন। গোটা বিশ্বে অতিমারি পর্বের আগে সংখ্যাটা ছিল ৪১২ জন। আর অর্থনীতির চাকা ঘুরতে শুরু করতেই সংখ্যাটা ছাড়িয়েছে ৩ হাজারের সীমা। এখানেই শেষ নয়। ভারতের সংখ্যাটাও কিন্তু চমকে দেবার মত। তিন হাজারের মধ্যে ২০৯ জনই ভারতীয়। যাদের মধ্যে আবার ১৭৭ জন এই ভারতেরই বাসিন্দা। ভারতীয় বিলিয়নেয়ারের সারিতে এবারেও সিংহাসনে রয়েছেন অম্বানি এবং আদানি। কিন্তু কিভাবে বাড়ল এইসকল পুঁজিপতিদের ব্যাঙ্ক ব্যালেন্স? জানা গিয়েছে, এই সময় কোম্পানির শেয়ার বেড়েছে রকেট গতিতে। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে কোম্পানির আর্থিক সম্পদের মূল্য। তাই দেশের অবস্থা যখন বেহাল তখন হাল ফিরেছে কিন্তু বিলিয়নেয়ারের ব্যাঙ্কে।