Trending

কল্পনা নয় বাস্তব। ভাবতে পারেন কি যে কোনো সংস্থার সিইও একটা রোবট? এরকমই এক অবিশ্বাস্য ব্যপারকে বাস্তব করে দেখালো চিনের এক মেটাভার্স সংস্থা । একটা রোবটের নির্দেশে চলছে গোটা সংস্থা। নিজেদের সিইও হিসেবে এক ভার্চুয়াল হিউম্যানয়েড রোবটকে নিয়োগ করেছে চিনা সংস্থা ফুজিয়ান নেটড্রাগন ওয়েবসফ্ট । এই সংস্থার আসল কাজ হল মাল্টিপ্লেয়ার অনলাইন গেম ডেভেলপ করা। এছাড়াও এই সংস্থাটি বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করে।
এই সিইও রোবটটির নাম রাখা হয়েছে ট্যাং ইউ (Tang Yu)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, রক্ত-মাংসের তৈরি, মানুষের চাইতে একটুও কম কিছু নয় ট্যাং ইউ। সংস্থার সাংগঠনিক উন্নয়নের দিকে জোর দেওয়ার সাথে সাথে নেতৃত্বও দেবেন এই রোবট। গত মাসের শেষের দিকেই নিজেদের সিইও হিসেবে ট্যাং ইউ রোবটের নাম ঘোষণা করে এই চিনা সংস্থা। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, রিয়েল টাইম ডেটা শেয়ার ও বিভিন্ন বিশ্লেষণমূলক পদক্ষেপ করার মাধ্যমে সংস্থার দৈনন্দিন কাজ পরিচালনা করবেন।
প্রযুক্তির এই উন্নয়ন মানবজাতির কাছে নিঃসন্দেহে গর্বের হলেও একটি আশঙ্কা বাসা বাঁধছে মানুষের মনে। সারা পৃথিবী জুড়ে রোবটস-এর গ্রহণযোগ্যতা যদি এত ব্যাপক হারে বেড়ে যায় তাহলে কি চাকরি হারাবে হাজার হাজার মানুষ? এই রোবটসই কি মুখের অন্ন্য কেরে নেবে হাজার হাজার শ্রমিকের? উল্লেখ্য, আলিবাবার চেয়ারম্যান জ্যাক মা ২০১৭ সালেই এরকম একটি সংকেত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামী ৩০ বছরের মধ্যে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে সেরা সিইও হিসেবে একটি রোবটর ছবি থাকবে কোনও মানুষের নয়।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ