Trending

ফের এক মার্কিন বহুজাতিক কোম্পানির মাথা হতে চলেছেন একজন ভারতীয়। স্টারবাকসের নতুন সিইও পদে নিযুক্ত হতে চলেছেন লক্ষ্মণ নরসিমহন। সম্প্রতি পাওয়া এক সুত্র থেকে জানা গিয়েছে, স্টারবাকসের নতুন সিইও হিসাবে তিনি আগামী ১ অক্টোবর থেকে তার যাত্রা শুরু করবেন। কয়েকমাস তিনি প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাবেন ও কোম্পানির পলিসি নিয়ে কাজ করবেন। লক্ষ্মণ নরসিমহনের এই প্রশিক্ষণের মাসগুলিতে তাকে সাহায্য করবেন হাওয়ার্ড শুল্টজ ।
এর আগে reckitt নামের এক সংস্থার সাথে যুক্ত ছিলেন তিনি। একাধিক ব্র্যান্ডের নামে প্রোডাক্ট বিক্রি করা এই সংস্থার সাথে তিনি ২০১৯ সালে নিজেকে যুক্ত করেছিলেন। সেই সকল প্রোডাক্টের মধ্যে জনপ্রিয় ছিল ডেটল, ডুরেক্স, হারপিকের মত ব্র্যান্ডের প্রোডাক্টগুলি।
লক্ষ্মণ নরসিমহনকে নিয়ে স্টারবাক্স আবার জানিয়েছে যে কোম্পানির সিইও এর পদের জন্য তারা একজন যোগ্য ব্যাক্তির খোঁজে ছিলেন। এবং সেটা তারা পেয়ে গেছেন। এলফাবেট আইএনসি থেকে শুরু করে মাইক্রোসফট , এর আগেও বিশ্বের অনেক নামিদামি কোম্পানির সিইও পদে নিযুক্ত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত। অর্থাৎ ভারতের কাছে এটা আরও এক গর্বের সংবাদ।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ