Prime
Daily
অর্থনীতির ঘাটতিতে উদ্বিগ্ন অর্থ মন্ত্রক
By Business Prime News | June 25, 2021
Daily
অতিমারির প্রথম ঢেউয়ে যথেষ্ট বিদ্ধস্ত হয়েছে অর্থনীতি। কমেছে সঞ্চয়। করোনা অতিমারির বাড়বাড়ন্ত রুখতে কিছুটা বাধ্য হয়েই লোকডাউনের পথে হাঁটে কেন্দ্র।
লকডাউনে বাজারহাট বন্ধ থাকলেও, গৃহস্থকে হাত দিতে হয়েছে সঞ্চয়ের ভাঁড়ারে। বেড়েছে ঋণের মাত্রা। লকডাউনে বন্ধ রোজগার। কাজেই অর্থনৈতিকভাবে বেশ ভালোমতো ধুঁকতে হয় সাধারণ মানুষকে। রিসার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, গত বছরে সঞ্চয়ের যে হার দাঁড়িয়েছিল ২১%-এ, জুলাই-সেপ্টেম্বরে তা এসে দাঁড়িয়েছে ১০.২% -এ। এমনকি, অক্টোবর-ডিসেম্বরে তা আরও কমে হয় ৮.২%। অন্যদিকে লক্ষণীয়ভাবে কমেছে ব্যাংকে জমার হার।
সঞ্চয়ের হার বেশ নিম্নমুখী। কাজেই উদ্বিগ্ন অর্থ মন্ত্রক। ব্যাংক থেকে ঋণের পরিমান বাড়লেও কমেছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার পরিমান। আর্থিক ক্ষয়ক্ষতির ফলাফল স্বরূপ কমেছে দামী পণ্যের বিক্রিও।
ব্যুরো রিপোর্ট