Market

শেয়ার বাজারে পা রাখতে না রাখতেই বাজিমাত নাইকার। বুধবার প্রথম শেয়ার বাজারে এন্ট্রি নিয়েই, ১ লক্ষ কোটির গণ্ডি ছাড়ালো নাইকার বাজারমূল্য। এদিন নাইকার স্টক ৮২ শতাংশ প্রিমিয়াম দরে শেয়ারবাজারে নাম লিখিয়েছে।
বিএসই- তে ২,০০১ টাকা ও এনএসই -তে ২,০১৮ টাকায় নথিভুক্ত হয়েছে জনপ্রিয় এই প্রসাধনী ই-কমার্স সাইটের নাম। গত ২৮ অক্টোবর সাবস্ক্রিপশনের জন্য খুলেছিল সংস্থার আইপিও, বন্ধ হয় ১ নভেম্বর। আর তারপরই বিনিয়োগকারীদের কেন্দ্রবিন্দু হয়ে সংস্থাটি। ক্রমবর্ধমান চাহিদার জন্য নিমেষের মধ্যে ইস্যু প্রাইস থেকে শেয়ার দর বেড়ে যায় ৮২ শতাংশে।
প্রসঙ্গত, ৫,৪০০ কোটি টাকার আইপিও ৮১.৮ বার ‘ওভার সাবস্ক্রাইব’ হয়েছে এই স্টার্ট আপ সংস্থাটির। আর যার ফলে বাজার থেকে ৫,৩৫২ কোটি টাকা তুলতে সক্ষম হয় তারা। তবে বিনিয়োগ টানার ক্ষেত্রে সংস্থাটির প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ারের অভিজ্ঞতাই যে দায়ী, তেমনটাই মনে করছেন লগ্নি বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট