Daily

ধনকুবের নীরব মোদি, বিজয় মালিয়া এবং মেহুল চোকসির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিলো ইডি। তাদের প্রায় ৯৩৭১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হাতে তুলে দিয়েছে ইডি। উদ্ধার করা হলো ওই তিন ব্যবসায়ীর থেকে মূল আর্থিক তছরুপের ৮০ শতাংশ ।
কিংফিশার এয়ারলাইন্স সূত্রে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত বিজয় মালিয়া বর্তমানে ব্রিটেনের লন্ডনে রয়েছেন। নীরব মোদিও ব্রিটেনেই আস্তানা গেঁড়েছেন। অন্যদিকে মেহুল চোকসি রয়েছেন ডমিনিকার জেলে। তাদের বিরুদ্ধে মোট ২২ হাজার ৫৮৫ কোটি ৮৩ লক্ষ টাকার না ফেরানোর অভিযোগ রয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। যদিও এর সিংহভাগ অর্থাৎ ১৮ হাজার ১৭০ কোটি ২ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে ফেলেছে ইডি।
এদিকে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের বিশেষ আদালত পলাতক ব্যবসায়ীদের সম্পত্তি বেচার অনুমতি দেয় ইডিকে। এবার সেই অনুমতিপত্র অনুযায়ী ইডি সম্প্রতি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে তুলে দেয়। এবার তারা সেই সম্পত্তি বিক্রি করে তাদের ক্ষতিপূরণের টাকার অংশ তুলে নিতে পারবে।
ব্যুরো রিপোর্ট