Daily

হারিয়ে যাওয়া ছেলেকে মায়ের কোলে ফেরালো হ্যাম রেডিও সংস্থা। তবে প্রক্রিয়া যে খুব একটা সহজ ছিল এমনটা নয়। রীতিমতো হয়রানির স্বীকার হয়ে, প্রমাণপত্র দিয়ে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেল পরিবার।
জুন মাসে ২ তারিখ বিহারের পাটনার বাসিন্দা ছোট্ট নিরজ কুমার (১০) ঘর ছেড়ে বেরিয়ে আসে। বলতে ও শুনতে অক্ষম ছোট্ট নিরজ। পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজেও পায়নি তার হদিশ। স্থানীয় থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। পরবর্তীতে হ্যাম রেডিও সংস্থা মুখবধির শিশুটির খোঁজ পায়। হিঙ্গলগঞ্জ থানার থেকে নিখোঁজ শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করা হলে, তড়িঘড়ি তার পরিবার হিঙ্গলগঞ্জ থানায় যায়।
নাহ! ছোট্ট নিরোজকে তখনও পেল না পরিবার। কারণ হিঙ্গলগঞ্জ থানায় গেলে তাঁদের জানানো হয়, লোকাল পঞ্চায়েত স্তরে উপযুক্ত প্রমান নথি পত্র নিয়ে ই মেইল মারফত জেলা বারাসাত কিশলয় হোমের সাথে যোগাযোগ করতে। পরিবারের লোকজন সেইমতো বারাসাত কিশলয় হোম এর সাথে যোগাযোগ করে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অসহায় বাবার কোলে ফিরে আসে ছোট্ট শিশুটি।
অঙ্কিত মুখার্জী, বারাসাত