Daily

ভারতীয় সঙ্গীত জগতের আজ অকাল অমাবস্যা। সরস্বতীর বিদায়লগ্নে জীবন্ত সরস্বতীর জীবনাবসান দেখলো গোটা পৃথিবী। ৯২ তেই তারাদের দেশে চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
আজ রবিবার সকাল ৮ টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১১ জানুয়ারী করোনার মৃদু উপসর্গ নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। তাঁকে রাখা হয় আইসিইউতে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বর্ষীয়ান গায়িকা।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ডঃ প্রতীত সমদানির তত্ত্বাবধানে ছিলেন তিনি। শনিবার রাত থেকে গায়িকার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে। অবশেষে মাল্টি অরগান ফেইলিওরেই থেমে যায় কোকিলকণ্ঠীর হৃদস্পন্দন।
সুরসাধিকার জীবনাবসানে বাকরুদ্ধ ভক্তমহল। সঙ্গীত জগৎ তথা সাংস্কৃতিক জগতের এ এক অপূরণীয় ক্ষতি।
ব্যুরো রিপোর্ট