Daily

ফলন আকাশছোঁয়া। তবুও মিটছে না কাঁচা পাটের অভাব। একে একে ঝাঁপ বন্ধ হচ্ছে চটকলগুলোর। হাওড়ার ডেলটা জুট মিল এবং টিটাগড় জুট মিল বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।চটকল গুলোতে কর্মরত কর্মীদের জীবন এখন ঝুঁকির মুখে। তবে রেকর্ড উৎপাদন থাকলেও, যোগানে এত অভাব কেনো? উঠছে প্রশ্ন।
নেপথ্যে রয়েছে একটাই কারণ। বাজার জুড়ে চলছে কালোবাজারি। একদল অসাধু ব্যবসায়ী চাষীদের কাছ থেকে বিপুল পরিমাণ পাট কিনে তা মজুত করে রেখেছে। আর এই বেআইনি মজুতদারির জেরেই কাঁচা পাট কিনতে রীতিমত হিমশিম খাচ্ছেন চটকল মালিকরা। জুট কমিশনারের দপ্তর কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা কুইন্টালে ৬৫০০ টাকায় বেঁধে দিলেও, আদতে সেটা মেনে নেওয়া হচ্ছে কৈ! আর এরকম পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আরও চটকল বন্ধ হওয়ার সম্ভাবনা যে প্রবল, সে কথা ভালই আঁচ করতে পারছেন বিশেষজ্ঞরা।
যদিও কাঁচাপাটের এই বেআইনি মজুতদারি রুখতে ইতিমধ্যেই অভিযান চালাচ্ছে রাজ্য। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯৮ টন কাঁচাপাট। ওই সমস্ত অসাধু মজুতদারদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে সরকারের তরফে। এখন এই অভিযানের মাধ্যমেই ফের চটকল আর চটকল কর্মীদের দিন ফেরে নাকি, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট