Daily

বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে একজোট বিশ্বের শিল্পোন্নত দেশগুলি। আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্মেলন জি-৭ -এর নেতারা। এছাড়া রাশিয়া থেকে চালানো সাইবার হামলা ও অন্যান্য সাইবার অপরাধে জড়িতদের জবাবদিহি চায় দেশগুলি, এমনি দাবি করা হয়েছে।
পাশাপাশি রুশ মাটিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের ঘটনা তদন্তেরও দাবি জানানো হয়েছে। নিজের দেশের মাটিতে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করার তদন্ত ও এই অস্ত্র ব্যবহারের যথাযথ ব্যাখ্যার দাবি জানান জি-৭ এর নেতারা। একই সঙ্গে অভিযুক্তদের যথার্থ শাস্তির দাবি করেন তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের দিকে যখন তাকিয়ে আছে গোটা বিশ্ব, ঠিক তখনই এমন দাবি ওঠে আন্তর্জাতিক সম্মেলনে।
গত শুক্রবার থেকে রবিবার (১৩ জুন) পর্যন্ত চলে এই বৈঠক। সেখানেই জি-৭ নেতারা রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এর আগে মহামারী নিয়ন্ত্রণের একটি ঘোষণা পত্র জারি হয় সম্মেলন থেকে।
ব্যুরো রিপোর্ট