Daily

মালিয়াকে দেউলিয়া ঘোষণার পরই নিজেদের হিসেব বুঝে নিলো ভারতীয় ব্যাঙ্কগুলি। গত সোমবার লন্ডন হাইকোর্ট , মালিয়াকে দেউলিয়া ঘোষণা করার পরই নিজেদের পাওনাগন্ডা বুঝে নেই ব্যাঙ্কগুলি।
দুর্নীতিগ্রস্ত কাজের সাথে বরাবরই উঠে এসেছে কিংফিশারের মালিক বিজয় মালিয়ার নাম। এবার, মালিয়া দেউলিয়া ঘোষণা হওয়ার পর স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে ভারতীয় ব্যাঙ্কগুলি তার সম্পত্তি বাজেয়াপ্ত করার লাইসেন্স পেয়ে যায়। এদের মধ্যে আইডিবিআই ব্যাংক জানিয়েছে যে তারা কিংফিশার কোম্পানি থেকে প্রাপ্য ঋণের সমস্ত টাকায় উদ্ধার করতে পেরেছে।
বিজয় মালিয়ার কোম্পানি কিংফিশার থেকে ২৭৮ কোটি টাকার মূলধন এবং ৩৩১ কোটি টাকার সুদ উদ্ধার করেছে তারা। এর ফলে গত বছরের তুলনায় আইডিবিআই ব্যাংকের নিট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮%। কেবলমাত্র আইডিবিআই ব্যাঙ্ক নয়, মালিয়ার কোম্পানি থেকে অন্যান্য ঋণদাতাদের প্রায় ৭১৮১ টাকা ফিরিয়ে দিতে সমর্থ হয়েছে ইডি।
ব্যুরো রিপোর্ট