Daily

সূচকের ক্রমাগত উত্থানে অশনি সংকেত দেখছিলেন বিশেষজ্ঞরা। তাদের উদ্বেগ বাড়িয়ে সেনসেক্স যখন ৬০ হাজার ছুঁলো, সংকট আসন্ন বুঝে তখন থেকেই সূচকের পতন চাইছিলেন তারা। আর অবশেষে আশঙ্কাকে বাস্তবায়িত করে ঘটেও গেলো সেই অঘটন। সূচকের হঠাৎ পতনে হারালো ৪.৮২ লক্ষ কোটির শেয়ার।
ঝুঁকি রয়েছে বুঝেও বহু শেয়ারের বিপজ্জনক ভাবে চড়ে থাকা দাম উস্কে দিচ্ছিল উদ্বেগকে। যার সংশোধন আবশ্যক বলে দাবিও করেন বিশেষজ্ঞদের একাংশ। গত বৃহস্পতিবার দালাল স্ট্রিটে সূচকের অস্বাভাবিক পতন ১০০০ -এর গণ্ডি পেরিয়ে। আর এই পতনে বিএসই থেকে প্রায় ৪.৮২ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ এক্কেবারে মুছে গিয়েছে। গত ৬ মাসে রেকর্ড রেকর্ড পতন দেখে সেনসেক্স ফের পৌঁছয় ৫৯- এর ঘরে। নিফটি ৩৫৩.৭০ পড়ে পৌঁছেছে ১৭,৮৫৭.২৫ অঙ্কে।
সূচকের ব্যাপক পতনে হতাশ খুচরো লগ্নিকারীরা। তবে, এই ঘটনাকে পজিটিভ চোখেই দেখছেন বিশেষজ্ঞরা। আসলে তাঁরা মনে করছেন যে সূচকের টানা বৃদ্ধি বাজারের স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো লক্ষণ নয়। বাজারে স্থিতিশীলতা আনতে আরও পতনের দরকার বলেও মনে করেন অনেকে। আর এতে করে, নতুন ভাবে লগ্নির দরজা খুলবে।
ব্যুরো রিপোর্ট