Market

হয়রানির দিন শেষ হতে চলেছে। শিল্প এবং ব্যবসার অনুমতি চেয়ে দৌড়োতে হবে না এই দপ্তর থেকে ওই দপ্তর। সহ্য করতে হবে না একগাদা কাগুজে ঝক্কি। কারণ আসতে চলেছে এক জানলা প্রকল্প।
মঙ্গলবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এক বৈঠকে জানান, শিল্প এবং ব্যবসার জন্য বিভিন্ন সরকারি অনুমোদনের ডিজিটাল এক জানলা প্রকল্প প্রায় তৈরি। আপাতত ১৪ টি রাজ্য এই প্রকল্পের আওতায় থাকছে। তবে,কবে থেকে এবং কিভাবে শুরু হতে চলেছে এই প্রকল্প সেবিষয়ে খোলসা করে কিছুই বলেননি তিনি। তাঁর দাবি, এই ব্যবস্থায় ব্যবসা বা শিল্পে বিনিয়োগে উৎসাহীরা বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়ার যাবতীয় তথ্য কম্পিউটারে বোতাম টিপেই পেয়ে যাবেন। এরপর যাবতীয় প্রয়োজনীয় নথি পোর্টালে তুলে দিলেই অনুমোদন প্রক্রিয়া চালু হয়ে যাবে।
নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ আপনার দেয়া যাবতীয় তথ্য যাতে সুরক্ষিত থাকে, তার জন্য এই পোর্টালে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ১৪টি রাজ্য ছাড়াও, ১৭টি মন্ত্রক প্রত্যক্ষ ভাবে এই পোর্টালে অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে এবং পরে ধীরে ধীরে সব রাজ্যকেই এর আওতায় আনা হবে।
ব্যুরো রিপোর্ট