Daily

সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সির বাজার রীতিমত রমরমা। আর এই রমরমা বাজারে ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ করতে বিশেষভাবে উদ্যোগী পাকা মাথার লগ্নিকারি থেকে শুরু করে সাধারন ইনভেস্টররা। যেহেতু যেকোনো মূল্যের লগ্নি করা সম্ভব এই মাধ্যমে তাই জনপ্রিয়তাও বাড়ছে দিন দিন। ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে এর দাম, ভরছে পকেটও। তাই এবার এই মুদ্রা থেকে আয়ের উপর বসতে চলেছে ট্যাক্স।
বিদ্যমান ধোঁয়াশার মধ্যেও ডিজিটাল মুদ্রা থেকে আয়কে করের আওতাভুক্ত করতে বদ্ধপরিকর সরকার। তাই আয়কর আইনে বদলের চেষ্টা চলছে। আগামী বাজেট অধিবেশনে এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। যদিও এবিষয়েও বিরোধীতার সুর চড়িয়েছে বিরোধীপক্ষ। তাদের বক্তব্য, ক্রিপ্টোকারেন্সির অবস্থান আগে স্পষ্ট করা উচিৎ কেন্দ্রের। কর চাপিয়ে একে সরকারি স্বীকৃতি দেওয়ার বাহানা উঠলেও, পরিষ্কার করে কিছুই জানান হচ্ছে না সরকারি তরফে। ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করছেন অনেকেই। কর দেওয়ার কোন লিখিত আইন না থাকলেও অনেকেই কর দেন। আবার অনেকেই সম্পূর্ণ লাভের গুড়টাই নিজের পকেটে ভরেন। তাই এই পরিস্থিতে ভারসাম্য আনতে নিয়ম করে কর আইনে বদল আনার কথা বলছে কেন্দ্র।
আয় থেকে কর না দিলে সেই তাকা কালো টাকা হিসেবে ধার্য করা হবে বলে জানিয়েছে সরকারি আধিকারিকরা। এছাড়াও ডিজিটাল মুদ্রা বিষয়ে অনেকেই ভুয়ো তথ্য দেয় সাধারন নাগরিককে। তারা যেন সেই ফাঁদে পা না দেন তার জন্য সচেতন করা জরুরি বলে জানিয়েছে সরকার। তাই আগামী শীতকালীন অধিবেশনে এই নিয়ে প্রস্তাব রাখবে কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট