Daily

স্বাস্থ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেট চার্ট।আর নিয়েই অভিযোগ উঠছে বিস্তর। তালিকা থেকে বাদ যায়নি হাসপাতালও। স্বাস্থ্য মন্ত্রকের কাছে জমা হয়েছে পাতার পর পাতা অভিযোগ। বেসরকারি হাসপাতালগুলির সাথে কথা বলেও সমস্যার সমাধান করা যায় নি। তাই এবার কিছুটা কড়া হাতেই রাশ টানতে আসরে নামলো রাজ্য সরকার।
উত্তর থেকে দক্ষিণ, প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল সহ স্বাস্থ্য পরীক্ষার খরচকে একই সুতোয় বাঁধতে চলেছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ উঠছিল অনৈতিক ভাবে রোগীর পরিবারের হাতে লক্ষ লক্ষ টাকার বিল ধরানোর। তবে এরইমধ্যে মোট ৫টি রেডিওলজিক্যাল এবং ১৪টি প্যাথোলজিকাল টেস্টের খরচ বেঁধে দিয়েছে কমিশন। ঠিক হয়েছে, দেড়শো বেড অথবা তার বেশি বেডের হাসপাতালগুলি এর চেয়ে বেশি টাকা নিতে পারবে না রোগীর পরিবারের কাছ থেকে।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের সর্বত্র চিকিৎসা নিয়ে দুর্নীতির অভিযোগটা মোটামুটি এক। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার হিসেব খতিয়ে দেখতে তৈরি হয়েছে একটি কমিটি। শুধু এই কমিটির নোটিশ আসার অপেক্ষা। এরপরই কার্যকর করা হবে এই নতুন নিয়ম। অপেক্ষায় মধ্যবিত্তরা। কমিটির আশ্বাসে আশার আলো দেখছেন রোগীর পরিজনরা। চিকিৎসার খরচ সামলাতে দেওয়ালে পিঠ থেকেছে মধ্যবিত্তের। দিন ফিরবে কি? উত্তর দেবে সময়ই।
ব্যুরো রিপোর্ট