Daily

আরও একবার সেলের ঝুলি উজাড় করে হাজির অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট, ফ্লিপকার্ট। বছর শেষের এই সেলে রয়েছে দুর্দান্ত সব অফার। আকর্ষণীয় এই সেল শুরু হলো আজ থেকেই। বিশেষত স্মার্টফোনে চমত্কার অফার এবং ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা।
আপনি যদি এসবিআই ইউজার হন সেক্ষেত্রে এক্সট্রা ১০% ছাড় পাবেন তারা। ওপ্পো, রিয়ালমি, পোকো, মটোরোলা, স্যামসাং সহ আইফোনেও রয়েছে দুর্দান্ত সব ছাড়ের সুবিধে। মেগা ডিসকাউন্ট থাকছে আইফোন ১২ এর ক্ষেত্রে। ৬৯,৯৯৯ টাকার ফোন পাওয়া যাবে মাত্র ৫৪,১৯৯ টাকায়। আর এসবিআই গ্রাহক হলে এর উপর থাকছে আরও ১০% ছাড়। পাশাপাশি মটোরোলা কোম্পানির অন্যান্য ফোনের উপর থাকছে ২০০০-৩০০০ টাকা মত ডিসকাউন্ট।
তাই আপনার পছন্দের স্মার্ট ফোনটি ঘরে তুলতে দেরি করছেন কেনো? আজই অ্যাড টু কার্ট করে ঘরে তুলে ফেলুন স্মার্ট ফোনটি। মনে রাখবেন, অফার কিন্তু সীমিত সময়ের জন্য। আগামী ২১ তারিখই শেষ হয়ে যাবে এই নাউ অর নেভার অফার।
ব্যুরো রিপোর্ট