Daily

যেমন কথা, তেমন কাজ। কৃষকবন্ধু প্রকল্পে দ্বিগুণ টাকা পেলেন কৃষকেরা। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর গদিতে বসে যে কথা তিনি দিয়েছিলেন, সেই কথা রাখলেন তিনি। আর সেই প্রতিশ্রুতি মারফত ‘কৃষকবন্ধু’ প্রকল্পে দ্বিগুণ টাকা পেলেন মুর্শিদাবাদ জেলার কৃষকরা।
মঙ্গলবার মুর্শিদাবাদের জেলা পরিষদ কার্যালয়ে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে কৃষক ভাইদের হাতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিমত দ্বিগুণ পরিমাণে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের অনুদানের টাকা তুলে দিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর তাপস কুন্ডু সহ অন্যান্য কৃষি আধিকারিকেরা।
এদিন কৃষক ভাইদের প্রাপ্য এককালীন টাকার পাশাপাশি চারাগাছ, কীটনাশক ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া একটি শুভেচ্ছাপত্র কিছু কৃষক পরিবারের হাতে তুলে দেন তারা।
প্রসঙ্গত, গত এক মাসে মুর্শিদাবাদ জেলাতে ৪ লক্ষ ৪০ হাজার কৃষকের হাতে এই নতুন প্রকল্পের অনুদান বাবদ ১২৩ কোটি টাকা তুলে দিয়েছেন তারা। পাশাপাশি কৃষকদের মৃত্যুর পর তাঁদের পরিবার পিছু এককালীন টাকা বাবদ ২৪ কোটি ৫০ লক্ষ টাকা মুর্শিদাবাদের ১২২৫ জন কৃষক পরিবারকে দেয়া হয়েছে বলে জানা যায়।
ব্যুরো রিপোর্ট