Daily
বিক্রির মুখে মুম্বাইয়ের বিখ্যাত এয়ার ইন্ডিয়ার বিল্ডিং। ১৪০০ কোটি টাকার বিনিময়ে এই বিল্ডিং কিনে নিতে চায় মহারাষ্ট্র সরকার। সম্প্রতি এই সংক্রান্ত আলোচনা নিয়ে এয়ার ইন্ডিয়ার সিএমডি রাজীব বনসলের সঙ্গে বৈঠকে বসেন মহারাষ্ট্রের মুখ্যসচিব এস জে কুন্তে।
তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মেরিন ড্রাইভের নরিমান পয়েন্টের কাছে থাকা এই বিখ্যাত বিল্ডিংটির প্লট ভ্যালু আছে ২০০০ কোটি টাকা। যদি সংস্থা এই বিল্ডিংটি বিক্রি করতে আগ্রহী থাকেন তবে এই বিল্ডিংয়ের ভ্যালুয়েশন রিপোর্ট জমা করতে হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।
বিপুল পরিমাণ ঋণের বোঝা আর ক্রমবর্ধমান ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হয়ে আগেই এই বিল্ডিং বিক্রির কথা ঘোষণা করে বিমান সংস্থাটি। পাশাপাশি মহারাষ্ট্রের জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট এবং লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনও এই বিল্ডিংটি কেনার জন্য যথাক্রমে ১,৩৭৫ কোটি টাকা এবং ১২০০ কোটি টাকা বিড করেছে।
ব্যবসা কমেছে, কমেছে কর্মী সংখ্যাও। আগে গোটা বিল্ডিং জুড়ে অফিসিয়াল কাজ হলেও এই মুহূর্তে শুধুমাত্র বিল্ডিং এর উপরের তলাতেই কাজ করেন কর্মীরা। তাই পুরো বিল্ডিং বিক্রির কথাই ভাবছেন কর্তৃপক্ষ।
ব্যুরো রিপোর্ট