Daily

জনসংখ্যা বৃদ্ধিতে রাশ টানতে এই প্রথম উদ্যোগী হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম কেউ এত বড় উদ্যোগ নিলেন। যদিও এই সংক্রান্ত আইন পাশ হয়েছিল অনেক আগেই, তবু নড়েচড়ে বসেননি কেউই।
গত শনিবার একটি ঘোষণায় তিনি বলেন, কোনও দম্পতির দুইয়ের বেশি সন্তান হলে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এবার সেই পুরোনো আইন কার্যকর করেন তিনি। সেখানে বলা হয়, ২০২১ সাল থেকে কোনো দম্পতির দুই এর অধিক সন্তান হলে তারা সরকারের নানা সুযোগ সুবিধা থেকে তো বঞ্চিত হবেনই, পাশাপাশি যে সমস্ত কর্মীরা সরকারি-বেসরকারি দপ্তরের সাথে যুক্ত তাদেরও চাকরি নিয়ে প্রশ্ন উঠতে পারে।
প্রসঙ্গত, অসমে অবস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষজনের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। পরিবার পরিকল্পণা নিয়ে যত্নবান হতেই মন্ত্রীর এই কড়া নির্দেশ।
ব্যুরো রিপোর্ট