Daily

আজ ১৬ই সেপ্টেম্বর। বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ওজোন দিবস। কিন্তু কেন? ওজোন দিবস পালন করার গুরুত্ব কি? বরং প্রশ্নটা করা ভালো গুরুত্ব ঠিক কতটা।
ওজোন স্তর না থাকলে পৃথিবীতে জীব বৈচিত্র্যের ঠিক কতটা ক্ষতিকারক প্রভাব পরত, তা আমাদের কাররই অজানা নয়। ওজোন স্তরের এই সুরক্ষা বলয় অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে আগলে রাখে। এছাড়াও সূর্য যে সব ক্ষতিকারক তরঙ্গ নির্গত করে, তা যদি সোজাসুজি পৃথিবীতে এসে পরত, তাহলে পৃথিবীর অস্তিত্বটা ঠিক কোথায় থাকত, তা বোধ হয় আমাদের কল্পনারও অতীত। ১৯৯৪ সালের রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ১৬ সেপ্টেম্বরকে বিশ্ব ওজোন দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্ব ওজোন দিবস পালনের গুরুত্ব হচ্ছে, ওজোন স্তর রক্ষার পদক্ষেপগুলি বিশ্বের প্রত্যেকটি মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই দিনটি। পাশাপাশি, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারিক জোনের এই স্তরের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আজকের এই দিনটি।
ব্যুরো রিপোর্ট