Daily
সপ্তাহ শেষে কেমন আছে দালাল স্ট্রিট? নাহ! ভালো নেই শেয়ার বাজার। এশিয়ার বাজারের সূচক পতন নাড়াচাড়া দিয়েছে দেশীয় বাজারকে। আর যেই করুন চিত্রটা বহাল রয়েছে সপ্তাহ শেষেও।
আজ এক ধাক্কায় সেনসেক্স ৮৮৯.৪০ পয়েন্ট নেমে পৌঁছেছে ৫৭,০১১.৭৪ অঙ্কে। অন্যদিকে নিফটিও দিচ্ছে দুঃসংবাদ। দালাল স্ট্রীটে পতন দেখেছে নিফটিও। যা ২৬৩ পয়েন্ট পড়ে থেমেছে ১৬,৯৮৫.২০ অঙ্কে। আর এই যুগ্ম পতনে প্রায় ৪.৬৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ হারালেন লগ্নিকারীরা। প্রসঙ্গত, আজই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ২০৬৯.৯ কোটি টাকার শেয়ার বেচেছে। আর অন্যদিকে দেশীয় লগ্নিকারী সংস্থাগুলো ১৪৭৮.৫২ কোটির শেয়ার কিনেছে।
দেশীয় বাজার বলুন আর আন্তর্জাতিক বাজারই বলুন, মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছে সর্বত্রই। আর এরই মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মত এই সপ্তাহেই সুদ বাড়িয়েছে ব্যাঙ্ক অব ইংল্যান্ড। পাশপাশি ত্রাণ প্রকল্প গুটিয়ে আমেরিকা-সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্কগুলিও পাল্লা দিয়ে সুদ বাড়ানোতে মগ্ন হয়েছে।
এদিকে নতুন করে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। যার জেরে মেপে মেপে লগ্নির পথে হাঁটছেন বিনিয়োগকারীরা। বিশেষত ক্ষুদ্র বিলগ্নিকারিরা এক্ষেত্রে সতর্ক থেকে শেয়ার কেনাবেচা করছেন বলেই অভিমত বাজার বিশেষজ্ঞদের।
ব্যুরো রিপোর্ট