Bangladesh

মার্কিন ডলারের দামের পতন যেন হচ্ছেই না বাংলাদেশে । গতকাল বৃহস্পতিবারও ব্যাঙ্কগুলি প্রবাসী আয় করেছে ডলার পিছু ১১০ টাকার বেশিতে। তবে রপ্তানি আয় আবার বিক্রি হয়েছে ১০৫ থেকে ১০৬ টাকার মধ্যে। এদিকে বাংলাদেশী ব্যাঙ্কগুলি আগের মতনই প্রতি ডলার বিক্রি করছে ৯৫ টাকার বিনিময়ে। তবে খোলাবাজারে ডলারের দাম ১২০ টাকায় উঠেছে।
এসবের ফলস্বরূপ, বিদেশ জেতে ইচ্ছুক এমন ব্যাক্তিরা চাহিদা মতন ডলারও পাচ্ছে না খোলাবাজার থেকে। ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য ২৫ টাকায় পৌঁছেছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। আমদানি খরচ ক্রমশ বাড়ায় মে মাস থেকে দেখা দেয় ডলার সঙ্কট। তাতে রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানি দায় শোধ করা যাচ্ছে না। ফলে ডলারের দাম পরা দূরস্থ উল্টে বেড়ে গেছে দাম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মারফৎ, চলতি মাসের ১ থেকে ১১ আগস্ট পর্যন্ত আমদানি ঋণপত্র খোলা হয়েছে ১৬১ কোটি ডলারের। গত জুলাইয়ের প্রথম ১১ দিনে খোলা হয়েছিল ২৫৫ কোটি ডলারের ঋণপত্র। আর জুনের প্রথম ১১ দিনে খোলা হয়েছিল ২৩৩ কোটি ডলারের।
এদিকে চলতি মাসে প্রবাসী আয় বেড়েছে , তার সাথে কমেছে ঋণপত্র খোলাও । যেসব কারনে স্বাভাবিক ভাবেই ডলারের সংকট কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হক অর্থবহ