Daily

লক্ষ্যভেদে লক্ষ্যপূরণ। ৫ ট্রিলিয়নের লক্ষ্যপূরণ করবে ডিজিটাল ইকোসিস্টেম, জানালো ন্যাসকম। আগামী ২০২৫ সালের মধ্যেই এই লক্ষ্যভেদ করতে তৎপর হয়েছে মোদি সরকার। এই লক্ষ্যপূরণে অগ্রণী ভূমিকা নেবে ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ, এমনটাই জানানো হয়েছে ন্যাসকম-এর একটি রিপোর্টে।
১৩০ কোটির দেশে প্রত্যেককে কম খরচে যেন সকলকে সুবিধে দেয়া যায় সেদিকেই নজর রেখে এগিয়ে চলেছে ডিজিটাল প্লাটফর্মগুলি। মোদীজির ডিজিটাল ইন্ডিয়া এগিয়ে গেল আরও এক ধাপ। তবে ওপেন ডিজিটাল সিস্টেমের এই নকশা এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে। বেসিক বিল্ডিং ব্লকগুলির উপর ওপেন এপিআই গুলি, স্ট্যান্ডার্ডস, ওপেন সোর্স কোডগুলি আরও অভিনবত্বের এনে দিচ্ছে এই ডিজিটাল সিস্টেমে। আশা করা হচ্ছে, এবার থেকে ইউপিআই ভিত্তিক ডিজিটাল লেনদেনে, নতুন মাত্রা দেবে এই ই-রুপি। কেন মোদি সরকার তৎপর ডিজিটাল ইকোসিস্টেম গঠনে?
ভারতের এই ডিজিটাল নীতির মূল লক্ষ্য হলো এক্সটেনসিবল এবং ফেডারেটেড প্লাটফর্ম তৈরি করা, স্কেলেবিলিটি এবং পুনর্ব্যবহারযোগ্যতা নিশ্চিত করা, গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যূনতম ও পুনরাবৃত্তিমূলক উন্নয়ন। সিঙ্গাপুর সহ বিশ্বের অন্যান্য দেশে ভীম ইউপিআই এর জনপ্রিয়তা বেড়েছে। এই ইউপিআই ব্যবহারের মাধ্যমে ওপেন এবং আন্ত-চলাচলযোগ্য প্লাটফর্ম তৈরি করাই এই নীতির লক্ষ্য।
ব্যুরো রিপোর্ট