Daily

জনপ্রতিনিধি নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যে জানাতে হবে বিস্তারিত- স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজনীতিতে স্বচ্ছতা আনতেই মঙ্গলবার এই ঘোষণা করে শীর্ষ আদালত।
জানা গিয়েছে, ২০২০ সালে বিহারে বিধানসভা ভোটের সময় দেখা গিয়েছিল প্রায় ৩১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এ নিয়ে আদালত রায় দিলেও তাতে খুব একটা কাজ হয়নি বলেই অভিযোগ উঠেছিল। এরপরই সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে ভর্ত্সনা করে। ফলে নড়েচড়ে বসে বিচারবিভাগীয় বিভাগ। অবশেষে যুগান্তগরী এই রায় ঘোষণা করা হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে।
কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল যখন তাদের কোনও সদস্যকে ভোটে লড়ানোর সিদ্ধান্ত নেবে, মনোনয়নের ৪৮ ঘণ্টার মধ্যে সেই সদস্যর বিস্তারিত জানাতে হবে। বিশেষত, তাঁর যদি অতীতে কোনও অপরাধের রেকর্ড থাকে তা সকলের সামনে তুলে ধরতে হবে। এবং একই সঙ্গে, একজন অপরাধে যুক্ত থাকা ব্যক্তিকে কেন জনপ্রতিনিধি করার সুযোগ দেওয়া হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে দলকে।
ব্যুরো রিপোর্ট