Daily

দুর্ঘটনার জেরে আরও জোড়ালো হলো পেট্রাপোলে দমকল কেন্দ্রের দাবি। গত শনিবার নরহরিপুরে পুরসভার ট্রাক পার্কিংয়ে বিধ্বংসী আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ৯টি ট্রাক। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি ট্রাক। আর এরপর থেকেই দমকল কেন্দ্রের দাবি আরও জোড়ালো হয়ে ওঠে পেট্রাপোল বন্দরে।
নরহরিপুর সংলগ্ন ওই ট্রাক পার্কিংয়ে যেসব ট্রাক দাঁড়িয়ে থাকে, তাতে দাহ্য পদার্থ অর্থাৎ তুলা এবং অন্যান্য জিনিসপত্র থাকে। ফলে আগুন লেগে গেলে ঠেকানো মুশকিল। তেমন পরিকাঠামোও নেই। নিকটবর্তী দমকল স্টেশন বলতে বনগাঁ দমকল স্টেশন। দূরত্ব মাত্র ৪ কিলোমিটার হলেও যশোর রোডে বেশিরভাগ সময় ট্রাকের জ্যাম থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে অনেকই দেরি হয়ে যায়। ভবিষ্যতের ক্ষয়ক্ষতি রুখতে স্থায়ী দমকল কেন্দ্রের দাবি জানান পেট্রাপোল এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ বিশ্বাস।
সরকারের কাছে দমকল কেন্দ্র তৈরির আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁরা। এছাড়াও বন্দরের সুরক্ষার জন্য সিসিটিভি ব্যবস্থার আর্জিও তাঁরা রেখেছেন। অন্তত আগুন লাগলে যেন প্রাথমিক ব্যবস্থাটুকু নেওয়া যায়, সরকারি তরফে সেই ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
ব্যুরো রিপোর্ট